অনলাইন ডেস্ক ::
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনারা জোয়ার দেখেছেন, ভাটা দেখেননি। ভাটা আপনাদের খুবই কাছাকাছি।
প্রস্তুত হোন। মনে রাখবেন, ২০১৪ সালের বিএনপি আর আজকের বিএনপি এক নয়। আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিতেই হবে। বাংলাদেশের মানুষ আর ৫ জানুয়ারির নির্বাচন করতে দেবে না। ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ মানববন্ধনের আয়োজন করে। জাগপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, সহসভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস প্রমুখ। জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন মানবতার দিক বিবেচনায় রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়েছিলেন। আপনারা তাতে পেট্রলবোমা হামলা করেছেন। যাওয়ার সময় বাধা দিয়েছেন। অথচ মামলা দিয়েছেন ছাত্রদলের ২৯ নেতা-কর্মীর নামে। দেশের সবাই গণমাধ্যমের সুবাদে দেখেছেন, কারা হামলা করেছে। সবকিছুরই একটা শেষ আছে। ’ যুদ্ধের সময় জিয়াউর রহমানকে চিনতেন না— সম্প্রতি তোফায়েল আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফারুক বলেন, ‘আপনি নিজেকে বঙ্গবন্ধুর কাছের বলে মনে করেন। নিজেকে ’৬৯-এর গণঅভ্যুত্থানের নেতা মনে করেন। আপনাকে জানাতে চাই, ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে যখন মন্ত্রী হতে পারেননি, তখন সংসদে দেখা হতো, সে সময় কী কথা বলেছেন, তা সময়মতো আমরাও প্রকাশ করব। ’ বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনসহ সিনিয়র নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতেই হয়রানিমূলক মামলা দিয়ে তার বিচার করা হচ্ছে। ’
পাঠকের মতামত: