ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

অর্ন্তজ্বালায় খালেদা জিয়া, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সভায় প্রধান মন্ত্রী

Shekh-Hasina-md20160717162102অনলাইন নিউজ ডেস্ক :::

প্ররধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে। তাদের মুখে গণতন্ত্র, গণতন্ত্র সুরক্ষার কথা মানায় না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। দেশের মানুষ যখন ভাল থাকে খালেদা জিয়ার মনে তখন অর্ন্তজ্বালা সৃষ্টি হয়। জঙ্গিবাদ মোকাবিলায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, এই বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের কথা চিন্তা করেনি। তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। জনসভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
এদিকে জনসভাকে ঘিরে দুপুরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশে আশা নেতাকর্মীদের মিছিলের কারণে অনেক সড়কে দুপুর থেকেই যানজট দেখা দেয়। কিছু সড়কে যান নিয়ন্ত্রণ করায় অনেকে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায়।

পাঠকের মতামত: