ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি

image_150909_0নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট নিয়ে সমালোচনার মধ্যে ডেপুটি গভর্নরের দায়িত্ব থেকে নাজনিন সুলতানা ও আবুল কাশেমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন গভর্নর আতিউর রহমান।আতিউরের পদত্যাগের ঘণ্টা দুয়েকের মধ্যে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব ফজলে কবিরের নাম ঘোষনা করা হয়।হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার ঘটনা জানাজানির পর নানা মহলের সমালোচনায় পড়ে বাংলাদেশ ব্যাংক কর্তিপক্ষ।
গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেমে হ্যাংকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ সরিয়ে নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক শুরুতেই বিষয়টি টের পেলেও কর্মকর্তারা তা গোপন করে যাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের তা পত্রিকা পড়ে জানতে হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন মুহিত।

পাঠকের মতামত: