ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

অজগরের পেট ভর্তি ডিমসহ ভিডিও ভাইরাল! (ভিডিও)

paithonঅনলাইন ডেস্ক :::

নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে ক’দিন ধরেই এক বাছুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় এক গ্রামবাসী দেখতে পান বড় একটা পাইথন। গোটা গ্রামে রটে যায় ওই পাইথনটনাই নাকি বাছুরটা খেয়েছে। সন্দেহটা তীব্র হয় পাইথনের ফোলা পেট দেখে। সবাই লক্ষ্য করেন পেটটা এতটাই ফুলে রয়েছে যে, পাইথনটা খুব ধীরে চলছে।

এরপর বাছুর মারার প্রতিশোধ নিতে গ্রামের বেশ কয়েকজন লাঠি নিয়ে পাইথনটি তাড়া করে। পরে পাইথনটিকে ধরে মেরে ফেলেন তারা। এরপর বাছুরটা বের করে আনার জন্য পাইথনটির পেট কাটা হয়। কিন্ত পেট কাটার পর বোঝা যায় পাইথনটি গর্ভবতী ছিল। পেটের ভেতরে কয়েক ডজন ডিম পাওয়া যায়।

যদিও এই খবরটার পিছনে আরও একটা মারাত্মক অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, নাইজেরিয়ার ওই এলাকার মানুষ সাপের ডিম খেতে দারুণ পছন্দ করে। পাইথনের পেটে ডিম আছে জেনে ইচ্ছাকৃতভাবেই ওখানকার স্থানীয়রা এই কাজ করেছেন। দেখুন সেই ঘটনার ভিডিও-

 

পাঠকের মতামত: