ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

৭০ টাকার স্মারক নোট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় রাখতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এই স্মারক নোটটি ইস্যু করা হয়।

 বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির উপস্থিত ছিলেন।
আজ দুপুর ১২ থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে পাওয়া যাবে। ফোল্ডার ও খামসহ নোটটির মূল্য হবে ২০০ টাকা।

৭০ টাকার স্মারক নোটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র ও বাইনারি সংখ্যা মুদ্রিত আছে। আর নোটের অপর পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা সেতুর নকশা মুদ্রিত রয়েছ।

পাঠকের মতামত: