ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হ্নীলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Teknaf-pic-27.8-2_1টেকনাফ প্রতিনিধি :::

টেকনাফের হ্নীলায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ২৭ আগষ্ট বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার হ্নীলা উত্তর ফুলেরডেইল জামে মসজিদ পুকুরে গোসল করার সময় অসাবধানতাবশতঃ জাদিপাড়ার আব্দুল মাবুদ মিস্ত্রীর পুত্র মোঃ আব্দুল্লাহ মিস্ত্রীর মেয়ে জোনাকী মণি (৬) পুকুরে ডুবে যায়। গোসলরত অপর সর্ঙ্গীরা জোনাকী নিখোঁজ হওয়ার ব্যাপারে চিৎকার করলে আশ পাশের লোকজন পানিতে নেমে উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

পাঠকের মতামত: