ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যবিধি মেনে জেলাব্যাপি উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

বলরাম দাশ অনুপম :: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে জেলা পূজা উদ্যাপন পরিষদ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় স্বাস্থবিধি মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে জেলাব্যাপি শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এবার করোনা ভাইরাসের মাধ্যমে পুরোপুরি উৎসবটা না হলেও সাত্বিকতা মধ্যে দিয়ে দুর্গাপূজা উদ্যাপনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি থেকে সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয়-এবার সংক্ষিপ্ত আকারে সমুদ্র সৈকতে বির্সজন অনুষ্টান হবে। কিন্তু এবার শোভাযাত্রা থাকবে না। পাশাপাশি স্ব স্ব পূজা মন্ডপে আগত পূজারী ও দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে উক্ত সভায়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অজিত দাশের পবিত্র গীতাপাঠের মধ্যে দিয়ে শুরু হয় প্রস্তুতি সভা। এরপর ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখ্যার্জি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) সি.আর দত্ত বীর উত্তম, সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়ন, সুকুমার দাশসহ জেলা, উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং তাদের আত্মীয়-স্বজন (যারা ইতোমধ্যে মারা গেছেন) সকলের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্যে রাখেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সমীর পাল, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, স্বপন পাল, বিপুল সেন, সুদাম দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, স্বরুপম পাল পাঞ্জু, সাংগঠনিক সম্পাদক বিশ^জিত পাল বিশু, জেলা কর্মকর্তা সনজিত চক্রবর্তী, কাজল পাল, হারাধন দাশ, ডাঃ পরিমল দাশ, বলরাম দাশ অনুপম, অশোক আচার্য্য, পরিতোষ দত্ত, সদর উপজেলা সভাপতি দীপক দাশ, পৌর সাধারণ সম্পাদক মিটুন কান্তি দে, রামু উপজেলা আহবায়ক তপন মল্লিক, চকরিয়া উপজেলা সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌর সভাপতি টিটু বসাক, পেকুয়া উপজেলা সভাপতি সুমন বিশ্বাস, কুতুবদিয়া উপজেলা সভাপতি অধ্যাপক সমীর দাশ, মহেশখালী উপজেলা সভাপতি ব্রজ গোপাল ঘোষ, উখিয়া উপজেলা সভাপতি স্বপন শর্মা রনি, সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, টেকনাফ উপজেলা সাংগঠনিক সম্পাদক ননী গোপাল শীল প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা স্বপন দাশ, কাঞ্চন দাশ, এডভোকেট লিপিকা পাল, চঞ্চল দাশগুপ্ত, দুলাল দাশ, মিটন পাল, শিমুল পাল, শিপন পাল, রামু উপজেলার যুগ্ম আহবায়ক স্বদীপ শর্মা, সুজন শর্মা, জনি দেওয়ানজী, চকরিয়া পৌর সাধারণ সম্পাদক নিলোৎপল দাশ, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, চকরিয়া উপলোর সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ, কক্সবাজার পৌর পূজা কমিটির দপ্তর সম্পাদক শুভ দাশ। উল্লেখ্য-এবছর জেলায় প্রতিমা ও ঘট মিলে মোট ২৯৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

পাঠকের মতামত: