কামরুল ইসলাম মিন্টু ও আবুল আলী::
সেন্টমার্টিন সাগরে পর্যটকের ছবিতে ধরা পড়লো দৈত্য। সোমবার এই লোমহর্ষক ছবিটি নিয়ে সেন্টমার্টিনসহ বিভিন্ন জায়গায় রীতিমত তোড়পাড় শুরু হয়।সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে আসা এক পর্যটকের ছবিতে দেখা যায়, একটি ট্রলার, পাশে কুলে দাঁড়িয়ে ছবি তুলছেন এক পর্যটক। তার ঠিক একটু দুরে পানির উপর দেখা যাচ্ছে অবিকল মেয়ে রূপী দৈত্য দাঁড়িয়ে আছে। যার পরণে সাদা পোষাক। স্থানীয়রা বলছেন, সাগরে থাকা এসব হিংস্র জন্তুরা সাগরে গোসল করতে নামা মানুষদের টেনে নিয়ে মেরে ফেলে থাকে।
তারা বলছেন, সেন্টমার্টিন সাগরে যে সমস্ত পর্যটক ভেসে গিয়ে মারা গেছেন তাদের মুলত এসব দৈত্যরাই মেরে ফেলে।
যদিও বিজ্ঞানীরা এসব আলোচনাকে মানুষের নিজের সৃষ্টি বলে ধারণা করে আসছেন। দৈত্য বা ভূতের অস্থিত্ব খোঁজে পাননি বিজ্ঞানিরা।
কিন্তু স্থানীয়রা বিজ্ঞানের এ ব্যাখ্যাকে মানতে নারাজ। তারা বলেন, কোন কোন সময় এসব খারাপ জন্তু নানা রূপ নিয়ে আবির্ভাব হন পৃথিবীতে। আর সুযোগ বুঝে মানুষদের টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে থাকে। ছবিতে সেন্টমার্টিন সাগরের যে জায়গায় মেয়ের অবস্থান দেখা যাচ্ছে সেখানে মুলত মানুষের অবস্থান থাকেনা বলে জানান স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন
পাঠকের মতামত: