ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সুশিক্ষার জন্য সন্তানকে অধিক সময় দেয়ার অঙ্গীকার অভিভাবকদের -বাঁকখালী উচ্চ বিদ্যালয়

সোয়েব সাঈদ, রামু :::

বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে শিশু শিক্ষার্থীরা বর্ণনা দিচ্ছিলো পাঠ্যাভাস সহ প্রতিদিনের লেখাপড়ার বিবরণ। সন্তানের কথার সত্য-মিথ্যা তুলে ধরে পরক্ষণই প্রকৃত তথ্য তুলে ধরেন সন্তানের পাশে থাকা অভিভাবক।

আবার বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্যদের সম্মুখে মা-বাবাও তুলে ধরে সন্তানের সমস্যাসমূহ। এভাবে পারস্পরিক আলাপে উঠে আসে সন্তানের পড়ালেখাসহ দৈনন্দিন কর্মকান্ডের যাবতীয় সমস্যা। ব্যতিক্রমী এ মুখোমুখি আয়োজনে বাবা-মা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে নিবিড় সহযোগিতার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, একাডেমিক কমিটির মতবিনিময় সপ্তাহ উপলক্ষে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে রামুর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকখালী উচ্চ বিদ্যালয়।

এ মতবিনিময় অনুষ্ঠানে অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রশংসা করেন। অনেক অভিভাবক কান্নাজড়িত হয়ে আবেগঘন বক্তব্য রাখেন এবং সন্তানের সুন্দর জীবন গঠন ও মেধাকে বিকশিত করতে নিজেদেরও ভূমিকা রাখার অঙ্গীকার করেন। এমনকি সন্তানের পড়ালেখা ও সার্বিক মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য গত ১৪ মে শুরু হওয়া এ মতবিনিময় সপ্তাহ শেষ হবে আজ ১৯ মে।

প্রথমদিনে গত ১৪ মে অনুষ্ঠিত উদ্বোধনী মতবিনিময় সভায় ২০১৫ সালে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ১৫মে থেকে প্রতিদিন ৪০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে।

মতবিনিময় সভাসমূহে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, রামু কলেজের শিক্ষক ও বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়–য়া, ইয়াছির আরাফাত রুবেল, রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাশেম, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে বিশিষ্ট আইনজীবি এডভোকেট হোসাইন আহমদ আনসারী, সৈকত বড়–য়া, পবন বড়–য়া, চম্পক বড়–য়া জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত সুলতান, অসীম বড়–য়া, আশীষ কুমার দাশ, কমল কান্তি দাশ, জেসমিন আকতার, সুরজিত পাল, অধীর কান্তি দাশ ও আসমা তুল এলা।

বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ জানিয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক (মা-বাবা), একাডেমিক কমিটির সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুশিক্ষা নিশ্চিত করতে সপ্তাহব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত: