ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সি সচিব হেলালুদ্দিনকে শুভেচ্ছা জানালো জমজম হাসপাতাল নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন এবং কোভিট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশপ্রাপ্ত সমন্বয়ক স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানালেন জমজম হাসপাতাল লিমিটেড পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাতে কক্সবাজারে এলজিইডির সম্মেলনকক্ষে সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান পাবলিক লিমিটেড কোম্পানীতে রূপান্তিত হওয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘ঐতিহ্যবাহি জমজম হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ এর নির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক অর্থসহ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ।

শুভেচ্ছা পরবর্তী সম্মেলনকক্ষে সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ এর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জমজম হাসপাতাল নতুন পরিচালনা পর্ষদ। এসময় বৈশি^ক মহামারি করোনা (কভিট) মোকাবেলার মাধ্যমে কক্সবাজাকে সুরক্ষিত রাখতে প্রদক্ষেপ গ্রহণে সুদক্ষ নেতৃত্ব দেয়ায় সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদকে জমজম হাসপাতালের পক্ষথেকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জমজম হাসপাতালের নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজুল ইসলাম, পরিচালক অর্থ এহচানুল আনোয়ার ছাড়াও র্অর্ন্তবতীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য জিএ এম আশেক উল্লাহ, নির্বাচিত পরিচালক যথাক্রমে মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা মোহাম্মদ আবদুল করিম, আলহাজ্ব নাজিম উদ্দিন, প্রফেসর ড. মোঃ মহিউদ্দিন, জাবের আহমদ চৌধুরী, জিএম রুকুন উদ্দিন, শামশুদ্দিন আহমদ এবং আনোয়ার হোছাইন।

এছাড়াও ইতোমধ্যে পাবলিক লিমিটেড কোম্পানীতে রূপান্তিত হওয়া জমজম হাসপাতাল প্রাইভেট লিমিটেড’ এর নির্বাচিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক অর্থসহ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রসঙ্গত: ২০২১ সালের ২৯ জানুয়ারী কক্সবাজার শহরের অভিজাত হোটেল ওয়েন্ডি ট্রেস এর সম্মেলন কক্ষে জমজম হাসপাতালের নির্বাচিত পরিচালনা পরিষদের ১৩ জনের মধ্যে ১০জন পরিচালকের উপস্থিতিতে প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকল নির্বাচিত পরিচালকবৃন্দের সর্বসম্মতিক্রমে জমজম হাসপাতালের দুইবছর মেয়াদে নতুন পরিচালনা পরিষদ নির্বাচিত করা হয়। এতে ইঞ্জিনিয়ার মো. নুর হোসেন চেয়ারম্যান, মো. সিরাজুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক) এমডি ও এহচানুল আনোয়ার পরিচালক অর্থ পদে নির্বাচিত হন।

 

পাঠকের মতামত: