ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই সাংবাদিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনায়া ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে জানান, রুহুল আমিন গাজীকে দৈনিক সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে যায়।

জানা গেছে, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে দুটি মামলা ছিল। আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।

পাঠকের মতামত: