ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

সাংবাদিক এনামুল হক কাসেমী আর নেই… চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কোচপাড়া গ্রামের মরহুম হাজী পুতুন আলীর প্রথম পুত্র সিনিয়র সাংবাদিক এনামুল হক কাসেমী আর নেই। আজ ৩১ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বান্দরবান পার্বত্যজেলার পৌরসভার হাফেজ ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ………. রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৫৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ মেয়ে, মা, ভাইসহ অনেক আত্বীয়-স্বজন, গুনাগ্রাহী রেখে যান। এদিন বিকাল আছরের নামাজের পর বান্দরবান প্রেসক্লাবে প্রথম যানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। পরে বান্দরবান ঈদগাও মাঠে ২য় যানাজা শেষে হাফেজ ঘোনা এলাকায় তাদের সামাজিক কবরস্থানে দাফর করা হয়েছে ।
তার পরিবার সুত্রে জানা গেছে, বান্দরবান জেলাসদরের সিনিয়র সাংবাদিক এনামুল কাসেমী হার্ট এ্যাটেকে মারা গেছেন। তিনি কর্মময় জীবনের শুরুতেই চকরিয়া প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। প্রবীন সাংবাদিক কাসেমীর তার কমর্ময় জীবনে সাংবািদক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক যুগান্তর, দৈনিক আজাদী, দৈনিক নতুন বাংলাদেশ ও সর্বশেষ মৃর্ত্যুর আগে পর্যন্ত দৈনিক বাংলাদেশ খবরের বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও  তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি জাকের উল্লাহ চকোরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এএম ওমর আলী, অর্থসম্পাদক মো. সাইফুল ইসলাম খোকন, সদস্য জহিরুল আলম সাগরসহ সদস্য বৃন্দরা।

পাঠকের মতামত: