ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকলে উন্নত রাষ্ট্র পরিণত হবে -চকরিয়ায় জেলা প্রশাসক-কামাল হোসেন

এম.মনছুর আলম, চকরিয়া :::  কক্সবাজার জেলায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক মো:কামাল হোসেনের সাথে চকরিয়া উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ,সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণের এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম “মোহনা” মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলার নবগত জেলা প্রশাসক মো:কামাল হোসেন।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা বিস্তারে সকলকে আন্তরিক হয়ে দেশকে সমৃদ্ধশালী ও আর্তমর্যাদাশীল দেশ হিসেবে এগিয়ে নিতে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা করার জন্য আহ্বান করেন।তিনি বলেন বর্তমান সরকারের ধারাবাহিকতা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের ভিশনের প্রত্যাশা পূরণে সহসাই উন্নত রাষ্ট্র পরিণত হবে।

ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবুল কালামের উদ্ধৃতি দিয়ে বলেন, ঘুমিয়ে যা স্বপ্ন দেখা তা স্বপ্ন নয়, যা মানুষ বাস্তবে স্বপ্ন দেখে তাই স্বপ্ন”।এ স্বপ্ন গুলো বাস্তবে প্রতিফলন ঘটাতে সমাজের যে নানা ধারণের অসংগতি রয়েছে, বাল্য বিবাহ, সন্ত্রাস, মাদক, যৌতুক প্রথা, জঙ্গীবাদ ও ইভটিজিং মোকাবেলায় সকল শ্রেণী পেশার মানুষকে এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম এ, চকরিয়া পৌরসভার মেয়র মো:আলমগীর চৌধুরী,কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, বর্তমান ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চকরিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প:কর্মকর্তা ডা:মোহাম্মদ শাহবাজ, এনজিও প্রতিনিধি আবদুল কাইয়ুম প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো:আতিক উল্লাহ, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, পৌরসভার প্যানেল মেয়রসহ ১৮ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্টান শেষে জেলা প্রশাসক উপজেলায় ভূমিহীন কৃষকদের মাঝে খাসজমির সৃজিত দলিল হস্তান্তর, কৃষি বিভাগের উদ্যোগে নানা কৃষি উপকরণ বিতরণ করেন। মতবিনিময় সভা যোগদানের পূর্বে জেলা প্রশাসক মো:কামাল হোসেন চকরিয়া থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে।

পাঠকের মতামত: