ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সন্ত্রাস দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Nisha-Biswal_thereport24অনলাইন প্রতিবেদক :

সন্ত্রাস দমনে সক্ষমতা তৈরিতে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রবিবার এ প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নিশা দেশাই বিসওয়ালের বৈঠকের পর রবিবার বিকেলে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার সকালে দুই দিনের সফরে নিশা দেশাই ঢাকা পৌঁছান।

এরপর তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে সঙ্গে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয় নিয়ে বৈঠক করেন। বৈঠকে নিশা দেশাই বলেন, ‘আমাদের বাংলাদেশি অংশীদারদের সঙ্গে আমরা শোক ভাগ করে নিয়েছি। আমাদের এই দুটি দেশকেই সন্ত্রাসবাদের যে বৈশ্বিক হুমকি মোকাবেলা করতে হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো। বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার সব সময়ের মতোই অটুট থাকবে।’

পাঠকের মতামত: