ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিথিল হচ্ছে লকডাউন: খুলে দেওয়া হবে শপিংমল ও দোকানপাট

অনলাইন ডেস্ক ::  চলমান কঠোর লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হবে শপিংমল ও দোকানপাট। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হতে পারে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমজীবী মানুষের জীবন-জীবীকার কথা চিন্তা করে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর বিধি নিষেধ আরোপ করে সরকার।

দ্বিতীয় মেয়াদে চলমান বিধি-নিষেধ ১৪ জুলাই পর্যন্ত ‍বৃদ্ধি করা হয়। তবে গতকাল ঈদুল আজহার চাঁদ দেখা যাওয়ায় চলমান লকডাউন নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ বিষয়ে আজকের রাতে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

বর্তমানে চলমান লকডাউনে সকল ধরণের গণপরিবহন চলাচল, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শপিংমল, মার্কেটসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে গতকাল সারাদেশে করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সর্বোচ্চ রেকর্ডের মধ্যে আজ এমন ঘোষণা আসল।

পাঠকের মতামত: