ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শাহ মুহাম্মদ তৈয়ব (রহ.) এর জানাযা ও দাফন সম্পন্ন, মাও. খোবাইব নতুন পরিচালক

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম জিরি মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব (রহ.) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ২৫মে সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিশাল। নামাজায় ইমামতি করেন, হাটহাজারী মঈনুল উলুম মাদ্রাসার মুঈনে মুহতামিম আল্লামা জুনায়েদ বাবুনগরী (দা.বা.)।

জানাযার পূর্বে আল্লামা জুনায়েদ বাবুনগরী বাবুনগরী (দা.বা), মাদ্রাসার নব নির্বাচিত মুহতামিম মাওলানা খোবাইব (দা.বা.), শায়খুল হাদীস মাওলানা মূসা (দা.বা.) ও মাওলানা শোয়াইব (দা.বা.) বক্তব্য রাখেন। মাদরাসা পরিচালনার ব্যাপারে ওয়াকফ বোর্ড ও মজলিশে শুরা কর্তৃক অনুমোদিত ঘোষণাপত্র পাঠ করেন, অধ্যাপক ড. আফম খালিদ হোসাইন। অনুমোদিত ঘোষণাপত্রে মাওলানা খোবাইব (দা.বা.) কে জিরি মাদ্রাসার নতুন মুহতামিম নির্বাচিত করা হয়। জানাজা শেষে মাদ্রাসা সংলগ্ন পুরাতন জামে মসজিদের পাশে কবরস্থানে মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব (রহ.)কে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজার পূর্বে করোনা পরিস্থিতিজনিত নিরাপত্তার স্বার্থে পুলিশ জিরি মাদরাসার সব প্রবেশমুখ বন্ধ করে দেন। তারপরও জানাজায় হাজার হাজার মুসল্লীর ঢল নামে।

পাঠকের মতামত: