ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শনিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

175016hoj_flight_kalerkantho_picপবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের নিয়ে আগামীকাল শনিবার থেকে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। বিমান অফিস থেকে জানানো হয়, হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের রাজধানী জেদ্দা থেকে রওনা হবে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টায়)। ফ্লাইটটি রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মক্কা ও মদিনা থেকে হাজিদের ফিরে আসার সুবিধার্থে প্রতি বছরের মত এ বছরও বিমান কতৃপক্ষ ‘সিটি চেক-ইন’ ব্যবস্থা শুরু করেছে।

বিমান অফিস থেকে জানানো হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি দেশের ১ লাখ ১ হাজার ৭৫৮ হাজির মধ্যে ৪৯ হাজার ৫৪৫ জন হাজি পরিবহন করেছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, বিমান ঢাকা থেকে জেদ্দায় হাজিদের নিয়ে সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে পরিবহন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, এ বছর ৫ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন বরেন।

গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইট উদ্বোধনের পর ৪ আগস্ট থেকে বিমান হাজিদের পরিবহনে ঢাকা থেকে জেদ্দার পথে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা করে।

পাঠকের মতামত: