নিউজ ডেস্ক ::
সরকারি লামা মাতামুুহুরী ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আইয়ুব (৫৬) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ আইয়ুবকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ আইয়ুব কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা মৌলভী কাজী নজির আহমদের ছেলে।
মঙ্গলবার বিকেলে জোহরের নামাজের পরে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সরকারি লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তার অকাল মৃত্যুতে শিক্ষক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ করার মত নয়।তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন এবং শিক্ষক সমাজের অহংকার ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত: