ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লামা ও আলীকদমে এক কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে দু’টি খাল খনন উদ্বোধন

লামা প্রতিনিধি ::  বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় দুইটি খাল পূনঃ খনন কাজ আনুষ্টানিকভাবে শুরু হয়েছে। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০, শত বর্ষের ডেল্টা প্ল্যান এর অংশ হিসেবে ৬৪ জেলার আভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনঃ খনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় বুধবার দুপুরে এ খনন কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। খাল দুটি খননে এক কোটি ২০ লক্ষ টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এ উপলক্ষ্যে লামা পৌরসভার নুনারঝিরিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বান্দরবান নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী আমান উল্লাহ্, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বিশেষ অতিথি ছিলেন। এ সময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বান্দরবানের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ৬৪ জেলার আভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় লামা ও আলীকদমে দু’টি খাল পূনঃখনন করা হবে। এসকল খাল গুলো হচ্ছে- লামা পৌরসভার মধুঝিরি খাল এবং আলীকদমের মোস্তাক পাড়া ঝিরি (খাল)। তারমধ্যে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে মধুঝিরি খালের ৩.৮ কিলোমিটার খনন করা হবে এবং ৩৭ লক্ষ টাকা ব্যয়ে আলীকদমের মোস্তাক পাড়া ঝিরির ১.৩৪৫ কিলোমিটার খনন করা হবে। আগামী জুন মাসের মধ্যে খনন কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: