লামা প্রতিনিধি ::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্যে ৩০০নং পার্বত্য বান্দরবান সংসদীয় আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন, বান্দরবানের লামা উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন। একই সময় দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে শুভাঙ্কাকী ও সমর্থকদের সাথে নিয়ে ফরম সংগ্রহ করেন তারা। এ সময় বান্দরবান জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন বলেন, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি তথা গোটা বান্দরবান জেলা বিএনপির ভোট ব্যাংক। তাই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আমরাই জয়ী হবো।
পাঠকের মতামত: