ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রামুতে ৬ রোহিঙ্গা আটক ॥ ১ মাসের সাজা

সোয়েব সাঈদ, রামু ::  রামুতে ৬ রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। তাদের এ মাস করে সাজা দেয়া হয়েছে। আটককৃতরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে আসছিলো বলে জানা গেছে। রামুতে কর্মরত এনএসআই প্রতিনিধি আবু হানিফ জানিয়েছেন, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রামু বাইপাস বড়ুয়া পাড়ায় ৬ রোহিঙ্গা অবস্থান করছিলেন। এসময় তিনি ৬ রোহিঙ্গাকে আইনশৃংখলাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

রামু থানার এএসআই সজিব বড়ুয়া জানান, আটককৃত রোহিঙ্গাদেরকে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার আদালতে হাজির করা হয়। আদালত দঃবিঃ ১৮৬০ এর ১৮৮ ধারা মতে প্রত্যেক রোহিঙ্গাকে ১ মাস করে জেল দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আটক রোহিঙ্গারা হলেন, কুতুপালং ক্যাম্প-৬, ব্লক ১২ এর সুলতান আহম্মদের পুত্র রাইহাবুল্লা (২২), ক্যাম্প- ডি/৫ এর মো. আলীর পুত্র মো. রহিম উল্লাহ (১৭), ক্যাম্প- ৬ এর ব্লক ধ৩/১২ এর আহামদ হোছাইনের পুত্র আবু বকর ছিদ্দিক (২৮), ক্যাম্প- ৬, বক্ল ১১ এর ইউনুচ আহমদের ছেলে সব্বির আহম্মদ (১৯), ক্যাম্প- ১১ ই ১৫ ওসমান আহমদের ছেলে ফোরকান (২০) এবং ব্লক ই ৭ এর আলী আহমদের পুত্র মো. জাবেদ (১৮)।

পাঠকের মতামত: