রামু প্রতিনিধি :::
কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে পড়ে রাইয়ুনুল জিনাত ( ০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার প্রবাসী অাজিজুল হকের একমাত্র কন্যা। জানা যায়, মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর) বিকাল ২টার দিকে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের অালী হোসেন সিকদার পাড়া গ্রামে প্রতিবেশী অন্যান্য শিশুদের সাথে খেলার সময় পানিতে পড়ে যায়। পরবর্তীতে পিতা,মাতা শিশুটির খোঁজাখুজি করলে বাড়ির পাশ্ববর্তী পুকুর হতে উদ্ধার করে। রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
রামুতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
![](https://chakarianews.com/wp-content/uploads/2016/06/solil-somadi.jpg)
পাঠকের মতামত: