অনলাইন ডেস্ক :: র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শুক্রবার সকালে নগরের কোতোয়ালী থানাধীন মোমিন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের ছিদ্দিক আহম্মদের ছেলে এরশাদ রহমান (৩০) এবং পশ্চিম কলাউজান গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার ছেলে মারুফ হোসেন (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান চকরিয়া নিউজকে বলেন, গ্রেপ্তারকৃতরা র্যাব সদস্য পরিচয়ে মোমিন রোডের একটি আবাসিক ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে দেয়। এ নিয়ে ভুক্তভোগী গত ৮ আগস্ট র্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ দেয়।
এরপর দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: