ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল লড়াই

ফাইল ছবি

ভিওএ :: বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সাথে দেশটির সশস্ত্র  বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। সপ্তাহখানেক আগে শুরু হওয়া ঐ সহিংস রক্তাক্ত সংঘর্ষে সংবাদ মাধ্যম কর্তৃপক্ষসহ নানা সূত্রের বরাতে দেওয়া খবর অনুযায়ী ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। এর মধ্যে ৫ জন সেনাকর্মকর্তা সংঘর্ষে এবং ৫ জন বেসামরিক ব্যক্তি নিক্ষিপ্ত সেলের বিস্ফোরণে নিহত হওয়ার খবর দিয়েছে সংবাদ মাধ্যম।

সংবাদ মাধ্যম দেশটির সেনাকর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়েছে- যাতে সেনাবাহিনী তাদের সেনা কর্মকর্তা নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে। সেনা কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত করে সংবাদ মাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করেছেন- যার মধ্যে দু’জন লে. কর্ণেল পদ মর্যাদার ব্যাটেলিয়ন কমান্ডার পদের সেনা কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে।

এ নিয়ে জাতিসংঘ রাখাইনে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ-সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংঘর্ষ বন্ধের আহবান জানিয়ে বলেছে, সংঘর্ষের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
গত ৫ মাস ধরে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। আর এ বারই বেশি মাত্রায় সংঘর্ষ চলছে।

পাঠকের মতামত: