বিনোদন ডেস্ক ::
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ সম্প্র্রতি হাজির হলেন হাল আমলের সবচেয়ে আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রূপে। ২০১৭ সালের এই প্রতিযোগিতার মিস ওয়ার্ল্ড এবার নওশাবা।
কি অবাক হচ্ছেন নিশ্চয়ই? এই ভুল ভাঙাতে নওশাবা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘রঙ্গিলা রঙ্গশালা’ নামক অনুষ্ঠানে আসবেন মিস ওয়ার্ল্ভ্র লুকে। সামিয়া রহমানের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত অনুষ্ঠান ‘রঙ্গিলা রঙ্গশালা’ নওশাবা এক এক সময় এক এক বিষয় ও চরিত্র নিয়ে হাজির হন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ জেহান। অনুষ্ঠানটি প্রসঙ্গে নওশাবা বলেন, আজ ‘রঙ্গিলা রঙ্গশালা’ অনুষ্ঠানের ১ বছর পূর্ণ হতে চলেছে। এটি ৪০তম পর্ব। এটি ৪৫ মিনিটের একটি অনুষ্ঠান, যেখানে বিভিন্ন সময় বিনোদনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ পর্বটি মিস ওয়ার্ল্ড নিয়ে। এখানে শুরু থেকে শেষ মিস ওয়ার্ল্ডের বিভিন্ন ঘটনা, মজার বিষয়, সিনেমা, ডকুমেন্টারি দেখানো হবে’। অনুষ্ঠানটি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে প্রতি বুধবার রাত ৯টায় প্রচার হয়।
পাঠকের মতামত: