ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মাস্ক না পরায় কক্সবাজারে ১৪ পর্যটককে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা :: স্বাস্থ্যবিধি না মেনে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা ১৪ জন পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২২ নভেম্বর) সকালে বিভিন্ন অংকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযানটি চালানো হয়েছে। এছাড়া মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণার পাশাপাশি করা হচ্ছে জেল জরিমানা। কক্সবাজারে এখন পর্যটকের ঢল। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ভরপুর পর্যটক থাকলেও মানছেনা স্বাস্থ্যবিধি। ব্যবহার করছেনা মাস্ক। করোনাভাইরাসের সংকটকালীন সময় কেটে না যাওয়ায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে রয়েছে প্রশাসন।

পাঠকের মতামত: