ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মালদ্বীপকে ৯ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ডেস্ক নিউজ :মালদ্বীপকে ৯ গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের দুই ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্বাস ও রাসেল আহমেদের হ্যাটট্রিকে বড় জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ প্রধমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। মালদ্বীপ দুই ম্যাচ হারায় বাংলাদেশের সঙ্গে নেপালও উঠে গেল সেমিফাইনালে।

শুরু থেকেই একচেটিয়ে প্রধান্য ছিল বাংলাদেশের কিশোরদের। একের পর এক আক্রমণ করে ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশের কিশোররা। ১১, ২০ ও ২৩ মিনিটে গোল করে উচ্ছ্বাস হ্যাটট্রিক পূরণ করেন। বিরতির আগ মুহূর্তে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক মেহেদী হাসান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যে জোড়া গোল করেন রাসেল আহমেদ। ৬৬ মিনিটে এ ফরোয়ার্ড পূরণ করেন হ্যাটট্রিক। ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমান ব্যবধান ৮-০ করেন। শেষ মিনিটে তৌহিদুল আলম হৃদয় ম্যাচের নবম গোল করেন।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সোমবার নেপালের বিরুদ্ধে। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে।

পাঠকের মতামত: