অনলাইন ডেস্ক ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে দেশে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল হয়েছে, এখন যুবসমাজকে ধ্বংস করছে মাদক। যারা এ ব্যবসা করছে, সরকার তাদের তালিকা করছে। এদের ভবিষ্যৎ পরিণতি কী হবে—তা অচিরেই দেখতে পাবেন। গতকাল শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। উপজেলার
নবগঠিত দুলারহাট থানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি সমাবেশে যোগ দেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে নতুন যাত্রায় বিশ্ব সভ্যতায় বাংলাদেশ এখন বিশ্বে অমিত সম্ভবনার দেশ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। উপমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশে শান্তি ও উন্নয়নের গতি বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত দেশের মধ্যে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার সফল হচ্ছে—এটা তারা সহ্য করতে পারছে না। জনগণ তাদের ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনাকে পুনর্বার নির্বাচিত করবে।
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেনের সভাপতিত্বে বরিশাল পুলিশের ডিআইজি সফিকুল ইসলাম, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমুখ বক্তব্য দেন।
পাঠকের মতামত: