ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি কেট উইন্সলেট

kate-winsletবিনোদন ডেস্ক ::

অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট নিজের নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন খুব শিগগিরই। ছবির নাম ‘দ্য মাউন্টেন বিটওয়েন আস’। ছবিটির প্রিমিয়ার শো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আমেরিকায়। আর বিভিন্ন উৎসবেও ছবিটি প্রশংসিত হয়েছে। খুব শিগগিরই সারা বিশ্বে মুক্তি দেয়া হবে এটি। এ ছবিতে কেটের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ৪২ বছর বয়সী অভিনেতা ইদ্রিস এলবা। তবে সম্প্রতি এ ছবি নিয়ে মজার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন কেট। কিছু অজানা তথ্যও ফাঁস করলেন তিনি। আর তা হলো ছবিতে বেশ কয়েকটি সেক্সুয়াল দৃশ্য রয়েছে। বিছানায় নাকি কোনভাবেই কেটের সঙ্গে সাবলীল হতে পারছিলেন না অভিনেতা এলবা। কয়েক দফা সেই সেই শট নিতে হয়েছিল। এ বিষয়ে কেট উইন্সলেট আরও বলেন, বিছানার দৃশ্যে আমি সাবলীল সব সময়। কিন্তু এ ছবি করতে গিয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ইদ্রিস এলবা অসাধারণ একজন অভিনেতা। তার পারফর্মেন্স দেখে আমি নিজেই হতবাক। কিন্তু যৌন দৃশ্যগুলোতে তিনি একদমই কমফোর্ট হতে পারছিলেন না। বার বার হাসছিলেন। অবশেষে আমি তাকে সেক্সুয়াল বিষয়ে টিপস দিয়েছি। তারপর তিনি অনেকটাই সাবলীল হলে শুটিং সম্পন্ন হয়।

পাঠকের মতামত: