ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বয়ফ্রেন্ডের সঙ্গে গায়িকার গোপন ভিডিও ফাঁস!

swapnaবিনোদন ডেস্ক :

কিছুদিন আগেও ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন হরিয়ানার গায়িকা স্বপ্না চৌধুরী। তবে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর বেঁচে যান গায়িকা৷ স্বপ্না চৌধুরীর বাড়ি থেকে তখন চার পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ।

মাস দুয়েক যেতে না যেতেই আবারও আত্মহত্যার চেষ্টা করলেন স্বপ্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর কারণে আত্মহত্যার চেষ্টা করেন গায়িকা এবং নর্তকী হিসেবে পরিচিতি পাওয়া স্বপ্না।

ভিডিওতে দেখা গেছে, একটি বন্ধ ঘরে এক তরুণী নেচে চলেছেন। সঙ্গে রয়েছেন একজন পুরুষও। লাস্যময়ী ভঙ্গিতে নেচে চলেছেন ওই তরুণী। তার সঙ্গে পা মেলাচ্ছেন পুরুষটিও।

বলা হচ্ছে, নাচে মগ্ন ওই তরুণীই হলেন স্বপ্না চৌধুরী। এবং ওই পুরুষ নাকি তার বয়ফ্রেন্ড। একটি প্রাইভেট পার্টিতে এইভাবেই নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে নেচেছিলেন স্বপ্না।

নাচের দৃশ্য উপস্থিত কোনো তৃতীয় ব্যক্তি ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওটি এরই মধ্যে প্রায় ৬ লাখবার দেখা হয়েছে। এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পরেই নানা অশ্লীল বার্তা আসতে থাকে স্বপ্নার কাছে। ছড়ানো হয় কুৎসা। আর তার জেরেই আত্মহত্যার চেষ্টা করেন স্বপ্না।

তবে ভিডিওর মেয়েটি আদৌ স্বপ্না কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

 

পাঠকের মতামত: