ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বিএনপি থেকে আওয়ামী লীগে আসতে অনেকেই আগ্রহী -ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে, নেত্রী একটু সবুজ সংকেত দিলেই আওয়ামী লীগে যোগ দিতে সারা দেশ থেকে বিএনপির বিপুল নেতা-কর্মীদের ঢল নামবে। আওয়ামী লীগে যোগ দিতে বিএনপি নেতাকর্মীদের সেই স্রোতধারা মির্জা ফখরুল বন্ধ করতে পারবেন না।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন কাদের।

তিনি আরো বলেন, নির্বাচনে কে কোন দিকে অবস্থান নেবে? অলরেডি তো অনেকেই দলবদল করেছেন। আমরা কিন্তু এখনো আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পাইনি। বিএনপি থেকে আওয়ামী লীগে আসতে অনেকেই আগ্রহী।

আসন্ন নির্বাচনে দল-বদলের কোনো চমক রয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘোড়া বদলের রাজনীতি, এটা গণতান্ত্রিক দেশগুলোতে নতুন কোনো বিষয় নয়। নতুন কোনো দৃশ্যপটও নয়।

পাঠকের মতামত: