ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

image_165817_0নিজস্ব প্রতিবেদক ::
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। জঙ্গি সংগঠন আইএসের কোনো সাংগঠনিক কাঠামো বা অস্তিত্ব বাংলাদেশে নেই বলে জানান তিনি।

রোববার দুপুরে ঢাকার উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত নতুন ভবন উদ্বোধন শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 সম্প্রতি বাংলাদেশ নিয়ে নিহত জঙ্গিদের বক্তব্য ইউটিউবে প্রকাশিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আইএসের নামে ভিডিও প্রকাশ ষড়যন্ত্র ও অপপ্রচার। আইএসের নামে অন্যদেশ থেকে ভিডিও আপলোড হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব বা সাংগঠনিক কাঠামো নেই। বাংলাদেশের বিরুদ্ধে আইএসের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও ভিডিও আপলোড করা হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার।

পাঠকের মতামত: