বাঁশখালীর কাথারিয়া, বৈলছড়ি ও সরল ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেক শিশুই তাদের পিতা-মাতার অজ্ঞাতসারে বাড়ির বাইরে খেলতে গিয়ে পার্শ্ববতীয় পুকুরে ডুবে মারা যায়। আজ শনিবার এই পৃথক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হচ্ছে- কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের নুরুল আলমের পুত্র আব্দুল করিম(৩), বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের সাহাব উদ্দিনে পুত্র রফিকুল ইসলাম( ১৮ মাস) ও সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের আনোয়ার হোসেনের কন্যা হালিমা বেগম(২)।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, পুকুরে ডুবে মারা যাওয়ার পরই ৩ শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পাঠকের মতামত: