ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বদরখালী সমিতির সম্পাদক ইকবাল বদরী আর নেই : কাল শুক্রবার ৩ টায় জানাজা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: উপমহাদেশ শ্রেষ্ঠ সমবায় সমিতি বদরখালী উপনিবিশিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক, বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল বদরী (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি– রাজেউন)। কাল শুক্রবার বিকেল ৩ টায় বদরখালী হাইস্কুল মাঠে ইকবাল বদরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ইকবাল বদরীর ছোট ভাই জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ইকবাল বদরী বদরখালীস্থ নিজ বাড়িতে গোসল করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। বদরখালী থেকে ইকবাল বদরীকে তাৎক্ষনিক চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে বেলা সাড়ে ১২ টার দিকে তাকে মৃত ঘোষনা করেন। মরহুম ইকবাল বদরী কক্সবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মরহুম ইকবাল বদরী মরহুম কবির আহমদ ও নুরুন্নাহারের পুত্র। মৃত্যুকালে মরহুম ইকবাল বদরী মৃত্যুকালে এক স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

পাঠকের মতামত: