ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বদরখালী সমিতির বার্ষিক সাধারণ সভায় ৪ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি’র বার্ষিক সাধারণ সভা গতকাল ১২ মে বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে হাফেজ মৌঃ শাহাদত আলীর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। সভায় নতুন সভাপতির নাম প্রস্তাব আসলে অত্র সমিতির সম্মানিত সদস্যরা হাত তুলে বর্তমান সভাপতি আলহাজ নুরুল আলম সিকদারকে সভাপতি নির্বাচিত করেন।

আলহাজ্ব নুরুল আলম সিকদারের সভাপতিত্বে ৬২ তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম আরম্ভ হয়। সাধারণ সভায় সঞ্চালনা করেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক এ,কে,এম ইকবাল বদরী। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া- পেকুয়ার সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মন্নান, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর।

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬২ তম বার্ষিক সভায় উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম হোছাইন আহমদ, মোহাম্মদ আলী বিএ, আলহাজ্ব নুরে হোছাইন আরিফ (চেয়ারম্যান), বদরখালী সমিতির সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন এমএ, সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরীসহ অত্র সমিতির সম্মানিত সদস্যবৃন্দরা। ৬২ তম বার্ষিক সাধারণ সভার সাধারণ সদস্যদের উপস্থিত ছিলেন ১৪১০ জন সদস্য। সভায় উপস্থিত সদস্যদের উপস্থিতি ভাতা ১২০০ শত টাকা করে প্রদান করেন অত্র সমিতির ওয়ার্ড পরিচালকগনের মাধ্যমে বিতরণ করা হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০১৭-২০১৮ সনের ৪ কোটি ৫৭ লক্ষ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয় এবং বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ কোটি ৫৭ লক্ষ ৪৯ হাজার। ৬২ তম বার্ষিক সাধারণ সভার সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বদরখালী সমবায় কৃষিও উপনিবেশ সমিতির ৬২ তম বার্ষিক সাধারণ সভা সফল ভাবে সমাপ্তি ঘোষনা করেন। সমিতির ২৬২ জন মুল সভ্যদের দোয়া মাহফিলের বিশেষ মোনাজাত পরিচালনা করেন বদরখালী এম,এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মৌলানা আবুল বশর।##

পাঠকের মতামত: