ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়া জিএ‌ম‌সি ইন‌ষ্টি‌টিউশ‌নের স্টু‌ডেন্ট কে‌বি‌নে‌টের ই‌লেকশন অ‌নিয়ম ও বি‌ধি লংঘ‌নের দা‌য়ে ব‌ন্ধের দাবী‌তে ইউএনওর কা‌ছে অ‌ভি‌যোগ

ovijog_1গিয়াস উ‌দ্দিন, পেকুয়া :::
কক্সবাজা‌রের পেকুয়া উপ‌জেলা সদ‌রে  অব‌স্থিত ম‌ডেল জিএ‌ম‌সি  স্কু‌লের কাল‌কের অনু‌ষ্টিতব্য স্টু‌ডেন্ট  কে‌বি‌নে‌টের ই‌লেকশ‌নের পূ‌র্বে বিদ্যালয় কতৃপক্ষ বি‌ধি লংঘন ক‌রে নানান অ‌নিয়মের আশ্রয় গ্রহণ করায় ই‌লেকশন স্থ‌গিত ক‌রনসহ আইনগত ব্যবস্থা গ্রহ‌নের জন্য ইউএনওর কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন স‌চেতন এক অ‌ভিভাবক। আজ ৩ এ‌প্রিল দুপু‌রে ইউএনওর কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ‌টি দা‌য়ের ক‌রে‌ছেন ওই স্কু‌লের দশম শ্রেণীর শিক্ষাথীর অ‌ভিভাবক ও পেকুয়া শে‌খের‌কিল্লাহ ঘোনা গ্রা‌মের বা‌সিন্দা নুর মোহাম্মদ।
লি‌খিত অ‌ভি‌যো‌গে নুর মোহাম্মদ উ‌ল্লেখ করর‌ছেন, শিক্ষা অ‌ধিদপ্ত‌রের নি‌র্দেশনা ম‌তে স্টু‌ডেন্ট কে‌বি‌নেট ই‌লেকশ‌নের ১০ দিন আ‌গে ভোটার তা‌লিকাসহ তফসীল প্রকাশ কর‌তে হ‌বে। গত ৩১ মাচ সরকা‌রের নির্দে‌শে সারা দে‌শের মাধ্য‌মিক বিদ্যালয়গু‌লো‌তে এক‌যো‌গে স্টু‌টেন্ট কে‌বি‌নে‌টের ই‌লেকশন হ‌লেও পেকুয়া জি এম‌সি স্কু‌লে এর আ‌গের দিন গোপ‌নে ই‌লেকশন ছাড়াই ই‌লেকশন সম্পন্ন করে। প‌রে স্থানীয়রা এ নি‌য়ে সোচ্চার হ‌লে ই‌লেকশন স্থগিত করে বিদ্যালয় কতৃপক্ষ। কিন্তু ই‌লেকশ‌নের ১০দিন আ‌গে তফ‌সিল ঘোষনা ও ভোটার তা‌লিকা প্রণয়ন ক‌রে তা নো‌টিশ বো‌র্ডে প্রকা‌শের জন্য শিক্ষা অ‌ধিদপ্ত‌রের নি‌র্দেশ থাক‌লেও তার অমান্য ক‌রে কাল ৪এ‌প্রিল ই‌লেকশ‌নের দিনক্ষন ঠিক ক‌রে। স্টু‌ডেন্ট কে‌বি‌নে‌ট ই‌লেকশন বি‌ধিমালা লংঘন করায় কাল‌কের অনু‌ষ্টিতব্য ই‌লেকশন স্থ‌গিতসহ  বি‌ধি মোতা‌বেক পুনঃ তফ‌সিল ঘোষনা ক‌রে ‌ভোট গ্রহ‌নের দাবী‌তে ইউএন ওর কা‌ছে লি‌খিত অ‌ভি‌যোগ দেওয়া হ‌য়ে‌ছে।
পেকুয়া ইউএনও  অ‌ফি‌সের প্রধান  সহকারী জানান, পেকুয়া স্কু‌লের স্টু‌ডেন্ট কে‌বি‌নেট ই‌লেকশন বি‌ধি লংঘন ক‌রে আ‌য়োজন করার অ‌ভি‌যো‌গে স্থানীয় এক অ‌ভিভাবক লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। ইউএনও স্যার এ ব্যাপা‌রে সিদ্ধান্ত জানা‌বেন।

পাঠকের মতামত: