ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ৫ হাজার ইয়াবাসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবাকারবারি ও সাজাপ্রাপ্ত আসামিকে আটক করছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে পেকুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এই ইয়াবাসহ তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার টৈটং বাজার এলাকা থেকে লক্ষীপুরের রায়পুর থানার কেরোয়া ইউনিয়নের লেদুয়া লাটিয়া বাড়ীর শাহাজাহানের ছেলে মোর্শেদ আলম, নোয়াখালীর জেলার বেগমগঞ্জ থানা ভূঁইয়া বাড়ী ইউপির ৮নং হাজীপাড়া এলাকার গোলাম মাওলার ছেলে মো. সাজুক।

এ বিষয় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: