ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বন্যহাতির আক্রমনে অটোরিকশা চালক নিহত

hfhf_1-2পেকুয়া প্রতিনিধি ::::

পেকুয়ায় গভীর রাতে বন্যহাতির আক্রমনে রবি আলম (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।সোমবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রবি আলম রাজাখালী ইউনিয়নের মিয়ার পাড়ার মৃত বজলুল আহমেদর পুত্র।

 স্থানীয়রা জানান,  রবি আলম বন্ধুর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাত আনুমানিক ১ টার দিকে জুম পাড়া হাতির গাড়া এলাকায় হাতির পাল ধান ক্ষেতে আসলে রবি আলমকে আক্রমণ করেন। এতে ঘটনাস্থলেই রবি আলম নিহত হন।

এই ব্যাপারে রাজাখালী দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, বন্য হাতির আক্রমনে আমার এলাকার ১জন নিহত হয়েছেন আমরা লাশ আনার ব্যাবস্থা করছি।

পাঠকের মতামত: