ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পাহাড় ধসে প্রবাসীর স্ত্রী-মেয়ে-নাতনির মৃত্যু

রবিবার (১৮আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা ঢালারমূখ এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, জারুলবুনিয়া সেগুন বাগিচাস্থ ঢালারমূখ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০) মেয়ে ময়না (১২) ও নাতনি মাহি(৮)।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন আব্দুল্লাহ জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও ঘুমে ছিলেন নিহতেরা। ভোর রাতের দিকে হঠাৎ পাহাড় ধস হলে কংক্রিটের দেয়াল ভেঙে তাদের উপরে পড়লে ঘটনাস্থলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে শিলখালী পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।

পাঠকের মতামত: