ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দেয়াল ধসে ঘুমন্ত শিশু নিহত, আহত ২

ইমরান হোসাইন, পেকুয়া:  পেকুয়ায় ঘুমন্ত পরিবারের উপর ঘরের দেয়াল ধ্বসে পড়ে শের আলী (৩) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরো ২জন আহত হয়েছে। আহতের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন, নিহতের সহোদর ইয়াসিন আলী(২) ও মা আলমাস খাতুন। আহতের মধ্যে ইয়াসিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসারর জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরার দিয়ে বারত দিয়ে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, কাদিমাকাটা গ্রামের পুতন আলীর স্ত্রী আলমাছ খাতুন তার দুই শিশুপুত্রকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে মাটির তৈরি ঘরের দেয়াল গুলো তাদের উপর ধ্বসে পড়ে। ভারী দেয়ালের চাপে মায়ের বুকে থাকা শিশু শের আলী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর শিশু ইয়াসিন আলী ও তাদের মা আলমাস খাতুন আহত হয়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: