ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ছিনতায়ের ঘটনায় মামলা, আটক ১

ইমরান হোসাইন, পেকুয়া:atok,

পেকুয়ায় অজ্ঞান করে রাখাইন দু’বোনকে ছিনতায়ের ঘটনায় মামলা রুজু হয়েছে। যার নং-০১। শনিবার (১এপ্রিল) ভুক্তভোগী বুংমা রাখাইন বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে রুবেল (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক বলে জানা গেছে।
উল্লেখ্য গত ৩০ মার্চ সকাল ৮টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার বাসিন্দা বুংমা রাখাইন (৪০) ও গংজাত্ত রাখাইন (৪৫) নামের দু’বোন নিজ বাড়ি থেকে একটি বিবাহ অনুষ্টানে যোগ দেয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশা যোগে চকরিয়ার হারবাং যাচ্ছিলেন। গাড়িটি ছড়াপাড়া ষ্টেশনে যাওয়ার পর ওই গাড়িতে অবস্থান করা এক ব্যক্তি নেশা জাতীয় ষ্প্রে দিয়ে অজ্ঞান করে তাদের কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেয়। পরে তাদের এক বোনকে পেকুয়া বাজারে অপর বোনকে পেকুয়া হাসপাতাল রোড় সংলগ্ন এলাকায় পেলে দেয়।

পাঠকের মতামত: