ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পাহাড় থেকে অনুমতি ছাড়া পাথর উত্তোলন নয়

বান্দরবান প্রতিনিধি ::

‘অনুমতি ছাড়া পাহাড়ের ঝিরি থেকে পাথর উত্তোলন করা যাবে না । পাথর উত্তোলনের জন্য আমরা প্রয়োজনীয় কাগজপত্র দেখে অনুমতি দেই। আর অনুমতি ছাড়া আমরা কখনো পাথর উত্তোলন করতে দিব না।,

আজ বুধবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় প্রাকৃতিকভাবে পাথর হচ্ছে। এই পাথরগুলো যদি উত্তোলন করা না যায় তাহলে প্রকৃতির ক্ষতি হতে পারে। আবার কোনো কোনো জায়গা আছে যেখান থেকে শুধু পাথর উত্তোলন করলে প্রকৃতির ক্ষতি হবে। আমরা ঠিকাদারদের কাছে পাথর উত্তোলনের ব্যাপারে সব ধরনের কাগজ ঠিক আছে কি-না যাচাই-বাছাই করি। কাগজপত্র ছাড়া আমরা পাথর উত্তোলনের জন্য অনুমতি দেই না।’

মতবিনিময় সভায় বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: