অনলাইন ডেস্ক ::
বলিউডে তাকে দীর্ঘদিন দেখা যায় না। তবে লাইমলাইটে রয়েছেন। কখনও ব্যক্তিগত জীবন আবার কখনও স্টাইল স্টেটমেন্টের কারণে ফোকাসে থাকেন কারিশমা কাপুর। সোশ্যাল মিডিয়ায়তেও অ্যাকটিভ থাকেন নায়িকা।
সম্প্রতি ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই কালো বিকিনি পরা নিজের একটি ছবি ওয়েব ওয়ার্ল্ডে শেয়ার করেছেন নায়িকা। তারপর থেকেই অনুরাগীদের পছন্দের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি।
আবার কি সিনেমার দুনিয়ায় ফিরবেন কিনা কারিশমা এমন প্রশ্ন বলিউড মহলের একটা বড় অংশের। ইন্ডাস্ট্রির জল্পনা ছিল, ‘জুড়ুয়া ২’ দিয়ে কামব্যাক হবে তার। ১৯৯৭ সালে তারই ছবি ‘জুড়ুয়া’র সিক্যুয়েল নাকি তৈরি হবে। তবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও মুখ খোলেননি কেউ।
দিন কয়েক আগেই সংবাদ সংস্থাকে কারিশমা বলেন, “আমি জীবনে কোনও কিছু নিয়েই পরিকল্পনা করিনি। সুতরাং এই মুহূর্তে ছবিতে অভিনয় করার কোনও পরিকল্পনা নেই। কিন্তু কিছুই বলা যায় না। দেখা যাক কী হয়। “
পাঠকের মতামত: