নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :: নাইক্ষ্যংছড়ি উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকার মাঝি হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বর্তমান চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপির বর্তমান চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপিতে নবাগত এ্যানিং মার্মা ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকার মনোনয়ন পেয়েছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক পত্রে শনিবার (৭ সেপ্টেম্বর) রাত্রে এ তথ্য জানানো হয়।
বিষয়টি আওয়ামীলীগের সাভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লহ ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আওয়ামীলীগের দলীয় প্রতিক পাওয়ায় এ তিন প্রার্থী আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান জেলা আওয়ামীলীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে তসলিম ইকবাল চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সর্বস্থরের ভোটারের আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ, ঘুমধুম ইউনিয়ন পরিষদ ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের এই তফসিল বুধবার ৪ সেপ্টেম্বর ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টম্বর প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টম্বর ও ভোট গ্রহন ১৪ অক্টোবর।
পাঠকের মতামত: