বার্তা পরিবেশক ::
নাগরিক কমিটি মনোনিত নারিকেল গাছ প্রতীকে মেয়র পদপ্রার্থী সাবেক সফল মেয়র সরওয়ার কামাল বলেছেন, অতীতে যেভাবে আমি দলমতের উর্ধ্বে উঠে পৌরবাসীর সেবা করেছি ভবিষ্যতেও আমি সর্বোচ্চ সেবা নিশ্চিত করব। সকল দলমত আমার কাছে বিবেচিত হবে পৌরসভার সম্মানিত নাগরিক হিসেবে। আমি পৌরবাসীর সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি আরো বলেন ভারি বর্ষনে পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকায় ৭ নং ওয়ার্ডের বেশকিছু এলাকার জনসাধারণ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, আমি নির্বাচিত হলে ঝুঁকিপূর্ণ জনসাধারণের জন্য স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। তিনি ভয়ভীতির উর্ধ্বে উঠে পৌরবাসীকে আগামী ২৫ জুলাই নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
৭ জুলাই সন্ধ্যায় এবিসিঘোনায় নারিকেল গাছ মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরো বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি রাজনীতিবিদ গোলম কিবরিয়া, সাইদুল আলম, এম এ রশিদ, মাওলানা ইদ্রিস, মোহাম্মদ আলী ও তানজিমুল হকসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল থেকেই মেয়র প্রার্থী সরওয়ার কামাল নারিকেল গাছ মার্কার সমর্থনে ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা, সবুজবাগ, আশুরঘোনা, বাঁচামিয়াঘোনা, সমিতিবাজার মিয়াহোসেন ঘোনা ও এবিসিঘোনাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযাগ করেন। ৭ নং ওয়ার্ডের উন্নয়নে মেয়র সরওয়ার কামাল আগের মেয়াদে অগ্রণী ভূমিকা রাখায় ওয়ার্ডবাসী আবারও তাকে মেয়র হিসেবে পাওয়ার প্রত্যাশা করেন।
পাঠকের মতামত: