ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

তাবিথই ডিএনসিসি উপনির্বাচন বিএনপির প্রার্থী

অনলাইন ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকেই বেছে নিয়েছে বিএনপি। সোমবার রাত সোয়া এগারোটায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সর্বসম্মতভাবে তাবিথ আউয়ালকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু প্রমুখ।

২০১৫ সালের ডিএনসিসি নির্বাচনেও মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন তাবিথ। ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেছিলেন।

আগামী ২৬শে ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

পাঠকের মতামত: