ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারা ইউপি নির্বাচনে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজ সেবিকা ওয়াহিদা

News--1মোস্তফা কামলঃ

গত ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবিকা ওয়াহিদা সুলতানা হাছিনা।

তিনি “কলম” প্রতীকে ২০৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন মরিয়মুন্নেছা “বক” প্রতীক-এ পেয়েছেন ১৩৭১ ভোট। ২৩ এপ্রিল নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা লিখিতভাবে এ ফলাফল ঘোষণা করেছেন। এ দিকে নব নির্বাচিত মহিলা মেম্বার ওয়াহিদা সুলতানা হাছিনা তার নির্বাচিত এলকাকে উন্নয়নের মাধ্যমে আগামীতে একটি মডেল এলাকার পরিণত করবেন বলে ঘোষনা করেছেন। একই সাথে তিনি দায়িত্ব পালনে এলাকার সকলের কাছো দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত: