ডুলাহাজারা সংবাদদাতা:::
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারায় বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার গণসংযোগকালে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর আত্মীয় স্বজনেরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এতে প্রার্থীসহ ৩জন মারাত্মক আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে আজ ২০ এপ্রিল দুপুর ১২টা পশ্চিম মাইজপাড়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত ভাব বিরাজ করছে।
২০ এপ্রিল সকালে বিএনপি প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া কর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে বারইপাড়া ও নয়াপাড়ায় গণসংযোগ করে। এই দুই গ্রামে গণসংযোগ করার পর তার কর্মী বাহিনী নিয়ে পশ্চিম মাইজপাড়ায় পৌঁছা মাত্রই আওয়ামীলীগের প্রার্থীর আত্মীয় সজীব, নিশো ও বাবুলসহ ১০/১২জন উশৃংখল যুবক অতর্কিত অবস্থায় বিএনপি প্রার্থীর উপর হামলা চালায়। এতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বি.এন.পির কর্মীর সাকিল, চকরিয়া উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান ও জাহেদ মারাত্মক আহত হয়। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পুরো ডুলাহাজারা চলছে টানটান উত্তেজনা। ডুলাহাজারায় র্যাব, বিজিবি টহল জোরদার করা না হলে যে কোন মুহুর্তে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করছে এলাকাবাসী ।
পাঠকের মতামত: