ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টেকনাফ সদর ইউপি নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ১৩

songarsএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার  ॥

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউপি নির্বাচনে দু’সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১৩ জন আহত হয়েছে। মঙ্গলাবার বেলা সাড়ে ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ জানান, টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী আবুল হোসেন রাজু ও ওমর হাকিমের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গোলাগুলির ঘটনায় অনেকে আহত হয়েছেন। তবে পুলিশ ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আহতরা হচ্ছে, রাজারছড়ার মৃত মকতুল হোসেনের ছেলে আবুল কাশেম (৬০) ও তার ছেলে মোহাম্মদ রেজাউল (২৪), নুর আহমদের ছেলে নুরুল আজিম (২৫), মোহাম্মদ ফুল্লাবের ছেলে মোহাম্মদ বশর, মকবুল হোসেনের ছেলে আবুল বশর (৫০), আবুল কালাম (৪৫), আহমদ হোসাইনের ছেলে মোহাম্মদ বেলাল (২৮), মহসীন আলীর ন্ত্রী দিল বাহার (৪০), রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মারুফ (২১), মিঠা পানিরছড়া এলাকার সুলতান আহমদের ছেলে সাইদুল ইসলাম (৪০), আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (১৯), নাজির আলমের ছেলে আমির হোসাইন (১৪), ওমর হামজার ছেলে মোহাম্মদ কফিল (২০)।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ আতাউর রহমান জানান, সংঘর্ষে আহত ১৩ জনকে হাসপাতালে আনা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্র ও গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। তৎমধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

প্রসংগত, টেকনাফ উপজেলায় ৪টি ইউনিয়নে মঙ্গলবার ভোট গ্রহণ চলছে। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত: