ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

টেকনাফে ২কোটি ৭৫লাখ টাকার ইয়াবা উদ্ধার

yaba_1টেকনাফ প্রতিনিধি :::

টেকনাফ সীমান্তে কোস্ট গার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে ২কোটি ৭৫ লাখ টাকা মূেল্যর ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। জানা যায়-১০ ডিসেম্বর সকাল সাড়ে আট টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধিনস্হ টেকনাফের সিজি আউট পোট শাহপরীদ্বীপ এর একটি টহল দল কন্টিনজেন্ট কমান্ডার এম কামরুল ইসলাম পিও এর নেতৃেত্ব গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় নাফ নদীর কিনারায় সুইস গেট এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় কোস্ট গার্ড সদস্যরা উক্ত এলাকায় সন্দেহভাজন কয়েকজনের অানাগোনা দেখে তাদের ধাওয়া করলে পাচারকারী দল প্যাকেটে মোড়ানো একটি ইয়াবার চালান দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায়। পরে পরে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ইয়াবার চালানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেয়া হবে বলে টেকনাফ জোলান কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জানিয়েছেন।

পাঠকের মতামত: